শহিদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন জকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ

শহিদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন জকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত তাঁর কবর জিয়ারত করেন জকসুর প্রতিনিধিরা। এ সময় নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলামের নেতৃত্বে সেখানে মোনাজাত পরিচালিত হয়।

কবর জিয়ারত শেষে ভিপি রিয়াজুল ইসলাম বলেন “জকসুতে বিজয় অর্জনের পর শহীদ হাদী ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার প্রত্যাশা ছিল আমাদের। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তাঁকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এখনো পর্যন্ত রাষ্ট্র তাঁর হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি। এটি আমাদের জন্য যেমন লজ্জার, তেমনি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্যও হুমকি।”

তিনি আরও বলেন “শহীদ হাদী ভাইয়ের পথ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পথ এক ও অভিন্ন। আমাদের সংগ্রাম জুলুম, স্বৈরতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন ও আধিপত্যবাদের বিরুদ্ধে।”
নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই উল্লেখ করে ভিপি বলেন “জীবন-মৃত্যু আল্লাহর হাতে। আমরা সবাই শহীদ হাদীর কণ্ঠস্বরে অধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব।”

বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট প্রসঙ্গে তিনি বলেন,
“জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমানে নানা সংকটে জর্জরিত, বিশেষ করে আবাসন সমস্যা অত্যন্ত প্রকট। পুরান ঢাকার বিভিন্ন মেসে থাকা আমাদের ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এসব সমস্যার সমাধানে কাজ করব, ইনশা আল্লাহ।”

এ সময় সাধারণ সম্পাদক (জিএস) মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আব্দুল আলীম আরিফসহ জকসু নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ঢাকসু)-এর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমও সেখানে উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ