সুষ্ঠুভাবে জকসু নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালো জবি প্রশাসন

সুষ্ঠুভাবে জকসু নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালো জবি প্রশাসন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১ম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ জানুয়ারি (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি (বুধবার) এই নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে জকসু নির্বাচন কমিশন।

নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "জকসু নির্বাচনে নিয়োজিত সকল নির্বাচন কমিশনার, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"

এছাড়া প্রকাশিত ফলাফল অনুযায়ী জকসু নির্বাচনে বিজয়ী সকল সদস্যকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত জকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে ৫,৫৫৮ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন রিয়াজুল ইসলাম। অন্যদিকে, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব ৪,৬৮৮ ভোট পান।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ