১৬ টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে হারিয়ে যায় ভারতের রকেট
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
সোমবার ১২ জানুয়ারী স্থানীয় সময় সকাল ১০ টা ১৮ মিনিটে ভারতের মহাকাশ স্টেশন ইসরো (ISRO)থেকে পরিচালিত PSV রকেট ১৬ টি স্যাটেলাইট নিয়ে অন্ধ্র প্রদেশ, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল ভাবে উৎক্ষেপণ করলেও তৃতীয় ধাপে গিয়ে রকেট টি যান্ত্রিক সমস্যার মহাকাশে হারিয়ে যায় ।
রকেটটি তে ESO-N1ছাড়াও একটি কো-প্যাসেঞ্জার ছিলো । এই রকেট যাএার উদ্দেশ্য ছিলো বিভিন্ন দেশের স্টার্ট ও গবেষণা সংস্থার যেমন, শিক্ষা ও প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক পার্টনার গুলোর সমস্যার জন্য ১৬ টি স্যাটেলাইটসহ মহাকাশে হারিয়ে যায়।এর আগেও ২০২৫ সালে ভারত স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থতার জন্য ভারত জুড়ে সমালোচনার মুখে পড়েছিল। ব্যর্থতার কারণ হিসেবে এখনো বিস্তারিত জানা না গেলে মহাকাশ স্টেশন তদন্ত কমিটি গঠন করেছে। তবে বিশ্লেষণদের ধারণা
রকেটের অগ্র পর্যায় বিকৃত হয় এতে নিদির্ষ্ট উচ্চতা ও কক্ষপথে পৌছাতে ব্যর্থ হয় এমন সমস্যার জন্য রকেট টি দিক বেদিক হারিয়ে মহাকাশে নিখোঁজ হয়ে যায়। এমন দূর্ঘটনার জন্য ইসররো আর্থিক ক্ষয়ক্ষতিসহ অনেক তথ্য হারায় তবে একটি স্যাটেলাইট থেকে অল্প পরিমানে সিগনাল পেয়েছিলো আপাতত এটাই সফলতা। মোদি সরকারের এত প্রচেষ্ঠা যেন বারবার ব্যর্থতার মুখ দেখে আসছে। ভারতের জনগণের আশার গর্ব বারবার হতাশার মুখ দেখছে। এ ভারতে চলছে চরম সমালোচনা ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।