{{ news.section.title }}
জামায়াতে জোটে না থেকে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি আগামী নির্বাচনে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। এছাড়া ৩২ আসনে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী থাকবে। অর্থাৎ ৩০০ আসনেই একক নির্বাচন করবে ইসলামী আন্দোলন।
তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে জোটের কোনো পরিস্থিতি আর নেই। আমরা এই জোটে থাকব না।
বাকি ৩২ আসনে আমাদের সঙ্গে নীতি আদর্শের সঙ্গে যাদের মিলবে তাদেরকে আমরা সমর্থন দেব। তবে জাতীয় পার্টি ও বিএনপির সঙ্গে জোটের সুযোগ নেই।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। এছাড়া ৩২ আসনে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী থাকবে। অর্থাৎ ৩০০ আসনেই একক নির্বাচন করবে ইসলামী আন্দোলন।
তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে জোটের কোনো পরিস্থিতি আর নেই। আমরা এই জোটে থাকব না।
বাকি ৩২ আসনে আমাদের সঙ্গে নীতি আদর্শের সঙ্গে যাদের মিলবে তাদেরকে আমরা সমর্থন দেব। তবে জাতীয় পার্টি ও বিএনপির সঙ্গে জোটের সুযোগ নেই।