চোখের সামনে ভেসে বেড়ানো দাগ, সতর্কতা নাকি স্বাভাবিক ঘটনা?

চোখের সামনে ভেসে বেড়ানো দাগ, সতর্কতা নাকি স্বাভাবিক ঘটনা?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অনেকেই হয়তো খেয়াল করেছেন, বিশেষ করে উজ্জ্বল আকাশ বা সাদা দেয়ালের দিকে তাকালে চোখের সামনে ছোট ছোট সুতার মতো দাগ বা বিন্দু ভেসে বেড়ায়। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় Eye Floaters বা বাংলায় বলা যেতে পারে "চোখের দাগ"। সম্প্রতি বিষয়টি নিয়ে জনসচেতনতা বাড়াতে বিশেষজ্ঞরা সতর্কতা জারি করেছেন।

চোখের ভিতরে জেলির মতো পদার্থ (Vitreous Humor) রয়েছে, যার মধ্যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু প্রোটিন জমে গিয়ে এই ভেসে বেড়ানো দাগের সৃষ্টি হয়। সাধারণত এগুলো ক্ষতিকর নয়, তবে হঠাৎ করে দাগের সংখ্যা বেড়ে গেলে বা আলো ঝলকানি (flashes of light) দেখা গেলে তা হতে পারে চোখের ভেতরের কোনো বড় সমস্যা, যেমন রেটিনার ছিদ্র বা আলাদা হয়ে যাওয়া।

বিশেষজ্ঞদের মতামত -
চোখের এই ভাসমান দাগগুলো অধিকাংশ সময়ই নিরীহ এবং চিকিৎসার প্রয়োজন হয় না। তবে হঠাৎ করে ফ্লোটারের সংখ্যা বেড়ে যাওয়া, চোখের সামনে আলো ঝলকানি দেখা দেওয়া বা দৃষ্টিশক্তির অংশবিশেষে অন্ধকার নেমে আসা—এ ধরনের উপসর্গ দেখা দিলে তা হতে পারে রেটিনার সমস্যা, যেমন রেটিনা ছিঁড়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া। সেক্ষেত্রে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, বয়সভিত্তিক চোখের এই পরিবর্তন ৪০ বছরের পর অধিকাংশ মানুষের মধ্যেই কোনো না কোনোভাবে দেখা দেয়। তবে ডায়াবেটিস, চোখে আঘাত, বা চোখের অস্ত্রোপচারের পরেও ফ্লোটার দেখা দিতে পারে।

চোখের যত্নে করণীয় -
১. চোখে অতিরিক্ত চাপ না দেওয়া
২. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম
৩. পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি পান
৪. উজ্জ্বল আলোয় বই পড়া বা স্ক্রিন ব্যবহার এড়িয়ে চলা
৫. বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করানো

চোখের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় আতঙ্ক এড়ানোর লক্ষ্যেই বিশেষজ্ঞরা বলছেন—চোখের ভাসমান দাগ দেখা মানেই বিপদ নয়, তবে সতর্ক থাকাটা জরুরি।


সম্পর্কিত নিউজ