কাশ্মীর হামলা: ভারতীয় সাংবাদিকের অনুসন্ধানে উঠলো নতুন প্রশ্ন

কাশ্মীর হামলা: ভারতীয় সাংবাদিকের অনুসন্ধানে উঠলো নতুন প্রশ্ন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর ভূমিকা এবং সরকারি বর্ণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির একজন সিনিয়র অনুসন্ধানী সাংবাদিক অর্চনা তিওয়ারি। তার অনুসন্ধানে উঠে এসেছে ঘটনার একাধিক দিক, যা মূলধারার প্রচারিত বিবরণের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এবং পাকিস্তান টেলিভিশন সূত্রে জানা যায়, অর্চনা তিওয়ারি পেহেলগামে সরেজমিন তদন্তে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তার অনুসন্ধানে সরকারি বিবৃতির একাধিক অসঙ্গতি সামনে আসে।

তিওয়ারির দাবি অনুযায়ী, একজন কাশ্মীরি ড্রাইভারের সাক্ষাৎকারে উঠে আসে যে, হামলার ঘটনায় প্রচারিত "নবদম্পতির মৃত্যু" এবং বিধবার ভিডিও — সবই সাজানো। ড্রাইভার জানান, “স্বামী জীবিত, এবং ঘটনাটি ছিল সম্পূর্ণরূপে পরিকল্পিত এক মঞ্চস্থ নাটক।”

সাংবাদিক তিওয়ারি প্রশ্ন তোলেন, “১০ কিলোমিটার দূর থেকে হামলা চালানো হলে, কীভাবে হামলাকারীরা ধর্ম জিজ্ঞাসা করতে পারে?” তিনি আরও বলেন, “যদি স্থানীয়দের ভাষ্য সত্যি হয়, তবে এটি কেবল তথ্য বিকৃতি নয়, বরং বড় পরিসরের রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দেয়।”

অনুসন্ধানের ফলাফলকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ঘটনাটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এসব তথ্য নিরাপত্তা ও রাজনৈতিক পরিসরে গভীর প্রশ্ন তুলছে।

উল্লেখ্য, এ প্রতিবেদন কোনো রাষ্ট্র বা পক্ষের বিপক্ষে উদ্দেশ্যপ্রণোদিত নয়; বরং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্যের অন্বেষণে উৎসর্গীকৃত।


সম্পর্কিত নিউজ