১২ বছরের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, গৃহকর্তা মাসুদ রানা গ্রেপ্তার

১২ বছরের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, গৃহকর্তা মাসুদ রানা গ্রেপ্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে একটি ভয়াবহ ঘটনা সামনে এসেছে। ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি হলেন মাসুদ রানা (৪৫)। তার বিরুদ্ধে ভিকটিমের বাবার করা অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ বনশ্রীর ১৪ নম্বর সড়কের একটি চারতলা ভবনের ফ্ল্যাটে এ নির্যাতনের ঘটনা ঘটে। গত ২ মে রাতে শিশুটিকে ধর্ষণ করেন গৃহকর্তা—এমনটাই অভিযোগ করেছেন ভিকটিমের বাবা।
 

ঘটনার পরপরই অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।
 

ভিকটিমের বাবা বলেন, তিনি একজন রিকশাচালক। আত্মীয়তার সূত্রে পরিচিত মাসুদ রানার বাসায় মেয়েকে গৃহকর্মী হিসেবে কাজে দেন। তবে কিছুদিন পর মেয়েটি আর সেখানে কাজ করতে চায়নি এবং বাড়ি ফিরে আসার পর থেকেই অস্বাভাবিক আচরণ করতে থাকে। 

পরবর্তীতে মেয়েটির আচরণে পরিবর্তন লক্ষ করে পরিবারের সন্দেহ হয়। খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় সে। একপর্যায়ে পাশের এক প্রতিবেশীকে ঘটনা জানায়—গৃহকর্তা মাসুদ রানা তার সঙ্গে অশ্লীল ও অনৈতিক আচরণ করেছে।
 

এ তথ্য জানার পরেই শিশুটির বাবা খিলগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রোববার দুপুরে পুলিশ মাসুদ রানাকে গ্রেপ্তার করে এবং আদালতে পাঠায়।
 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে এবং ভিকটিমের মেডিকেল রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

এই ঘটনায় শিশু সুরক্ষা ও গৃহকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


সম্পর্কিত নিউজ