বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ: কলেজ প্রভাষক গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ: কলেজ প্রভাষক গ্রেপ্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চুয়াডাঙ্গায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাজিদ হাসান নামে এক কলেজ প্রভাষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে র‍্যাবের সহায়তায় তাকে রাজধানীর আশুলিয়া এলাকা থেকে আটক করা হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, অভিযুক্ত সাজিদ হাসান দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং শহরে একটি ভাড়া বাসায় প্রাইভেট পড়াতেন। ২০২০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তিনি।

ছাত্রীটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালালেও, শেষ পর্যন্ত নানা অজুহাতে তা এড়িয়ে যান সাজিদ। অবশেষে গত ২৫ এপ্রিল ভুক্তভোগী ছাত্রী দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয়েছে। ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে


সম্পর্কিত নিউজ