সংগীত থেকে আদালত—রিমান্ড শুনানিতে মমতাজ বেগম কাঠগড়ায় বিষণ্ণ হাসি

সংগীত থেকে আদালত—রিমান্ড শুনানিতে মমতাজ বেগম কাঠগড়ায় বিষণ্ণ হাসি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ (মঙ্গলবার, ১৩ মে) সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে নিয়ে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজকে আদালতের হাজতখানায় নেওয়া হয় এবং বিকেল ৩টা ৩ মিনিটে তাকে এজলাসে তোলা হয়। শুনানির সময় নানা অনিয়ম, রিমান্ড নিয়ে প্রশ্ন ও আসামিপক্ষের আইনজীবীকে না পাওয়ার ঘটনায় আদালতকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

রাষ্ট্রপক্ষ মমতাজের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও বিতর্কিত বক্তব্য তুলে ধরলে এজলাসে হালকা হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে, মমতাজকে লিফটে উঠতে বাধা দেওয়া ও কাঠগড়ায় দাঁড়িয়ে ২১ মিনিট অপেক্ষা করার মতো ঘটনাগুলো আদালতের পরিবেশ আরও তীব্র করে তোলে।

শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের ভেতরে ও বাইরে সাধারণ মানুষ, সাংবাদিক ও আইনজীবীদের কৌতূহল ছিল চোখে পড়ার মতো।

এই ঘটনায় আদালতের ভেতরের শৃঙ্খলা ও মানবিক আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।


সম্পর্কিত নিউজ