গুলিস্তানে অবৈধ দোকান ও কাগজপত্রবিহীন গাড়ি উচ্ছেদে ট্রাফিক পুলিশের অভিযান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আজ ১৩ মে ২০২৫, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগ গুলিস্তান এলাকায় ভাসমান অবৈধ দোকান ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযানটি গুলিস্তান মোড় থেকে পার্টি অফিস, গোলাপ শাহ লিংক রোড পর্যন্ত বিস্তৃত ছিল। রাস্তার উপর ও ফুটপাতে স্থাপিত অস্থায়ী দোকান ও হকারদের উচ্ছেদ করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করা হয়। একইসাথে কাগজপত্রবিহীন ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত এবং যানজট নিরসনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। পুলিশের এই অভিযানের ফলে এলাকাবাসী কিছুটা স্বস্তি অনুভব করছেন এবং জনসাধারণের চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরেছে।
এই অভিযানে অংশ নেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম মহিদুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক, মতিঝিল) মো. ওমর ফারুক, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল, মতিঝিল) মো. দেলোয়ার হোসেনসহ ট্রাফিক ও ক্রাইম বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ।
সবার সহযোগিতায় নগরীর সড়ক ও ফুটপাথগুলোকে শৃঙ্খলায় আনতে এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।