পুলিশের হাতে আর থাকবে না প্রাণঘাতী অস্ত্র: স্পষ্ট জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে আর থাকবে না প্রাণঘাতী অস্ত্র: স্পষ্ট জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পুলিশ বাহিনীর কাছে আর কোনো প্রাণঘাতী বা মারণাস্ত্র থাকবে না—এমন সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, "আমরা পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিয়েছি—পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না। যাদের হাতে এখনো আছে, তা অবিলম্বে জমা দিতে হবে।"

স্বরাষ্ট্র উপদেষ্টার মতে, পুলিশের অস্ত্র ব্যবহারের ধরণ নিয়ন্ত্রিত থাকবে। তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে না। "এ ধরনের মারণাস্ত্র কেবল আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে, কারণ তাদের দায়িত্ব ও কাজের ধরন সাধারণ পুলিশের চেয়ে আলাদা," যোগ করেন তিনি।

এদিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠনের বিষয়েও কথা বলেন তিনি। জানান, "র‌্যাবকে ঢেলে সাজানোর জন্য ইতোমধ্যেই পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের কাজ চলমান রয়েছে।"

ঈদ সামনে রেখে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "সব গার্মেন্টস শ্রমিকের বেতন ও ভাতা ঈদের আগেই পরিশোধ করতে হবে। তবে কেউ যদি অযৌক্তিক বা অবৈধ দাবি করে, সেটি মেনে নেওয়া হবে না। এমন পরিস্থিতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

গরুর হাট ও সড়কপথে চাঁদাবাজি রোধে বিশেষ পরিকল্পনার কথাও জানান তিনি। "প্রত্যেকটি কোরবানির হাটে ১০০ জন আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে," জানান উপদেষ্টা।

এইসব সিদ্ধান্তের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জনস্বার্থ সুরক্ষায় সরকার অটল—এটাই ছিল উপদেষ্টার কণ্ঠে স্পষ্ট বার্তা।


সম্পর্কিত নিউজ