আ.লীগ নিষিদ্ধের দাবি শুধুই রাজনৈতিক নাটক: মির্জা আব্বাস

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি নাটক ছাড়া আর কিছু নয়—এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
১২ মে (সোমবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "শাহবাগে চলমান আন্দোলন নিছক একটি নাটক। অতীতেও শেখ হাসিনা নানা বিতর্কিত কর্মকাণ্ডের আগে জনগণের নজর ঘোরাতে এমন কৌশল অবলম্বন করেছেন। এখনো সেই পুরনো কৌশলই প্রয়োগ হচ্ছে।"
তিনি আরও বলেন, "বিএনপি সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয়নি। কিন্তু একটি জনপ্রিয়তা–বিবর্জিত দল রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য বিএনপিকে অপবাদ দিচ্ছে। যারা এই নাটকের মাধ্যমে বিএনপিকে দোষারোপ করে, তারা প্রকৃতপক্ষে জাতির শত্রু।"
সরকারের 'মানবিক করিডোর' ইস্যু নিয়েও তীব্র সমালোচনা করেন মির্জা আব্বাস। তার মতে, এই করিডোরের নামে বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করা হচ্ছে। "দেশ এখন ভালো অবস্থায় নেই। আর এ পরিস্থিতিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের নিশ্চুপ থাকা প্রশ্নবিদ্ধ," বলেন তিনি।
প্রশাসনেও রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের অভিযোগ তোলেন তিনি। মির্জা আব্বাস বলেন, "বিএনপি ঘরানার কর্মকর্তা-কর্মচারীদের হটিয়ে আওয়ামী লীগ ও জামাতপন্থীদের বসানো হচ্ছে। এ ছাড়া ডিএমপির নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভের অনুমতি পাওয়া প্রমাণ করে, সরকারের নিরপেক্ষতার দাবির সাথে বাস্তবতার কোনো মিল নেই।"