গাজায় খাদ্যসংকট চরমে, একবেলার খাবারই এখন সৌভাগ্য

গাজায় খাদ্যসংকট চরমে, একবেলার খাবারই এখন সৌভাগ্য
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ হাজার ৮০০ জন ফিলিস্তিনি—যাদের অধিকাংশই নারী ও শিশু।

যুদ্ধের পাশাপাশি গাজাবাসীর জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে ভয়াবহ খাদ্যসংকট। অনেক পরিবার দিনের পর দিন না খেয়ে থাকতে বাধ্য হচ্ছে। যেদিন খাবার জোটে, সেটাই যেন তাদের কাছে আশীর্বাদ।

বারবার আন্তর্জাতিক অনুরোধ সত্ত্বেও ইসরায়েল ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিয়ে চলেছে। ফলে সংকটময় এই অঞ্চলে প্রতিদিন আরও খারাপের দিকে যাচ্ছে মানবিক পরিস্থিতি।

বিশেষত শিশু ও গর্ভবতী নারীদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। আনুমানিক ৭০ হাজারের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে, যার পরিণতি হতে পারে দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গাজার ৯৫ শতাংশ পরিবার পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। শিশুদের অনেকে গুরুতরভাবে ওজন হারাচ্ছে, যা তাদের জীবনের জন্য হুমকিস্বরূপ।

মানবাধিকার সংগঠনগুলো দ্রুত একটি মানবিক করিডোর খুলে জরুরি খাদ্য, ওষুধ ও সাহায্য পৌঁছে দেওয়ার দাবি জানাচ্ছে। অন্যদিকে জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, যদি অবস্থা একইভাবে চলতে থাকে তবে গাজা ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে।


সম্পর্কিত নিউজ