সোহরাওয়ার্দী উদ্যানকে নিজ দায়িত্বে নিরাপদ করব: আসিফ মাহমুদ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার নিয়ে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশাপাশি তিনি আরও বলেন, নিজে দায়িত্ব নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ একটি জায়গা হিসেবে গড়ে তুলবেন। বুধবার (১৪ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব বলেন। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তাহীনতা নিয়ে। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান হওয়ার কথা ছিল স্বস্তির জায়গা, অথচ অবৈধ দোকান, মাদক ব্যবসাসহ নানা ধরনের জুয়া ও অপরাধচক্রের কারণে একটি আতঙ্কের জায়গা হয়ে উঠেছে।
এই বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে কথা হয়েছে। তিনি আরও বলেন, ঢাবি প্রশাসন, গণপূর্ত মন্ত্রণালয়, ডিএমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। সকলের সাথে পরামর্শ করে শীঘ্রই উদ্যানকে একটি নিরাপদ স্থানে পরিণত করা হবে। দুঃখ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি। আর যেন কারো সাথে এমন কিছু না ঘটে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি তার দায়বদ্ধতা স্বীকার করেন এবং নিজে উদ্যানকে নিরাপদ করে গড়ে তোলার আশ্বাস দেন।
এর আগে রক্তাক্ত অবস্থায় সাম্যকে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহরিয়ার আলম সাম্যের বাড়ি ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। নিহতের বন্ধু জানান, এই ঘটনার সূত্রপাত হয় রাত ১১টার সময়ে। ঘটনাস্থলে সাম্যের বন্ধু রাফি ও বায়েজীদ উপস্থিত ছিলেন। মোটরসাইকেল ধাক্কা লাগা থেকে শুরু করে ছুরিকাঘাতের প্রত্যক্ষদর্শী তারা। মোটরসাইকেলে ধাক্কা লাগার সাথে সাথে একজন আরোহী উত্তেজিত হয়ে উঠেন এবং কিছুক্ষণের মধ্যেই ৪টি মোটরসাইকেলে ১০-১২ জন এসে হাজির হন ঘটনাস্থলে। এই সময়ে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয় এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যান।
এভাবে সাম্যের চলে যাওয়াকে উপদেষ্টা আসিফ মাহমুদ মেনে নিতে পারছেন না।
সবশেষে আসিফ মাহমুদ বলেন, “আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি। তবে আর কারো সাথে যেন এমন কিছু না ঘটে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
আর এই বলেই তিনি তার পোস্টের সমাপ্তি টেনে ধরেন।