সাম্য হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা: রিজভী

সাম্য হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা: রিজভী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। সাম্য হত্যার বিচার দাবিতে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, “সাম্য হত্যায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ভবঘুরে বলে দাবি করা হচ্ছে। এতে সন্দেহ তৈরি হয়েছে যে প্রকৃত খুনিরা ধরা পড়েছে কি না।” তিনি অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাস, নিপীড়ন এবং নির্যাতন এই দেশ দেখেছে। এখন তারা ক্ষমতায় নেই, তবু কেন শিক্ষাঙ্গনে রক্ত ঝরছে? পুলিশকে গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করতে হবে।”

মানববন্ধনে বক্তারা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে একসাথে আওয়াজ তোলার আহ্বান জানান।
 


সম্পর্কিত নিউজ