পাকিস্তানিদের সহজে ভিসা দিতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

পাকিস্তানিদের সহজে ভিসা দিতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পাকিস্তানিদের জন্যে ভিসা সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে বাংলাদেশ এই কাজ করছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, এর অংশ হিসেবে ভিসা নিয়ম শিথিলসহ ই-ভিসা চালু করা হবে। গত শুক্রবার (১৬ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাইকমিশনার বলেছেন, "দ্বিপক্ষীয় বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করতে বাংলাদেশ এই উদ্যোগ নিয়েছে। এতে পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করা হবে।"

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) গিয়ে তিনি বলেছেন, "অদূর ভবিষ্যতে পাকিস্তানি নাগরিকদের জন্যে একটি ই-ভিসা চালু করতে বাংলাদেশ কাজ করছে।"

দু'দেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্ক এবং সুযোগ অন্বেষণ করতে ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে নিয়মিত বৈঠকের ওপর জোর দেন তিনি। অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ তুলে ধরে তিনি বিভিন্ন বাণিজ্য খাতের কথা উল্লেখ করেছেন। এসব খাতের মধ্যে রয়েছে নারকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লাসহ সম্ভাব্য আরও অনেক খাত।

মুহাম্মদ ইকবাল হোসেন আরও জানান, "বাণিজ্য সংযোগ বৃদ্ধির জন্যে দুই দেশের সরাসরি বিমান এবং শিপিং রুট চালু করার কথা বিবেচনা করা হচ্ছে। আশা করা যায়, দুই দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক ও সম্পৃক্ততা রক্ষার ক্ষেত্রে এসব উদ্যোগ খুবই ফলপ্রসূ হবে।"
 


সম্পর্কিত নিউজ