দীপিকা কাকরের ইসলাম গ্রহণ ও অভিনয় ছাড়ার গল্প

দীপিকা কাকরের ইসলাম গ্রহণ ও অভিনয় ছাড়ার গল্প
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপিকা কাকর অনেক আগেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ফাইজা। এই সিদ্ধান্তকে তিনি নিজের জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ ও আত্মতৃপ্তির পথ বলে উল্লেখ করেছেন।

২০১৮ সালে দীপিকা ইসলাম গ্রহণ করেন এবং একই বছর অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। বিয়ের সময়েই তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে প্রবেশ করেন এবং নতুন জীবনে ‘ফাইজা’ নামটি বেছে নেন।

এক সাক্ষাৎকারে দীপিকা জানান, “আমি অনেক চিন্তাভাবনা করে, ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেছি। আমার পরিবারও পাশে ছিল। কাউকে কষ্ট দিতে নয়, বরং আত্মিক শান্তি খোঁজার জন্য আমি এই পথ বেছে নিই।”

বর্তমানে দীপিকা অভিনয় থেকে পুরোপুরি সরে এসেছেন এবং ব্যক্তিগত জীবনে সময় কাটাচ্ছেন। তিনি চান না তার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করুক।

তবে সাম্প্রতিক এক খবরে জানা গেছে, দীপিকার পেটে একটি বড় আকারের টিউমার ধরা পড়েছে, যার জন্য দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

উল্লেখ্য, দীপিকা ‘শশুরাল সিমর কা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন এবং পরে ‘বিগ বস ১২’-এর বিজয়ী হন।
 


সম্পর্কিত নিউজ