লালমনিরহাটে অভিনব প্রতারণা: বাসর শেষে স্বামীর বাড়ি লুট করে নববধূ উধাও!

লালমনিরহাটে অভিনব প্রতারণা: বাসর শেষে স্বামীর বাড়ি লুট করে নববধূ উধাও!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

লালমনিরহাটে এক চাঞ্চল্যকর ঘটনায় বাসর রাতের পরদিনই স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে নববধূ ও তার সহযোগী। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী হোসেন আলী।

জানা গেছে, আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের কৃষক হোসেন আলী দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন এক বছর আগে স্ত্রী বিচ্ছেদের পর। ঘটক জোবাইদুল ও রবিউলের মাধ্যমে তিনি পরিচিত হন সাপ্টিবাড়ি এলাকার স্বামী পরিত্যক্তা রুমানা খাতুনের সঙ্গে। এরপর গত ১৪ মে লালমনিরহাট শহরের এক নিকাহ রেজিস্টার অফিসে এক লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর রাতে নববধূ রুমানা ও ঘটকের মেয়ে নিয়ে বর নিজ বাড়িতে ফেরেন। কিন্তু পরদিন সকালে ঘরে থাকা ১ লাখ ৩৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে দুজনেই গা ঢাকা দেয়।

বাড়ি না ফেরায় এবং মোবাইল বন্ধ থাকায় সন্দেহ দানা বাঁধে। পরে খোঁজ নিয়ে হোসেন আলী বুঝতে পারেন এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা।

তিনি জানান, ঘটনার পেছনে থাকা চক্রটি বিয়ের নাটকের মাধ্যমে বাড়িতে প্রবেশ করে পরিকল্পিতভাবে লুটপাট চালিয়েছে। এ বিষয়ে আদিতমারী থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, “এটি প্রতারণার নতুন কৌশল হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পর্কিত নিউজ