গরু বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-ছেলের

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-ছেলের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আজ সকাল ৯টার দিকে, কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখোওয়া গ্রামে ঘটেছে হৃদয়বিদারক এক দুর্ঘটনা।

বৃষ্টির মধ্যে গরুটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন ৬০ বছরের কমলা বেগম এবং তাঁর ২৮ বছর বয়সী ছেলে জামাল হোসেন।

ঘটনার সূত্রপাত হয় একটি গরু গোয়ালঘরে আশ্রয় নেওয়ার সময়। সেখানে আগে থেকে চার্জে দেওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা খেয়ে গরুটি বিদ্যুতায়িত হয়। গরুটিকে বাঁচাতে ছুটে যান জামাল, তিনিও বিদ্যুতায়িত হন। ছেলের চিৎকারে ছুটে গিয়ে মা কমলা বেগমও একই পরিণতির শিকার হন।

দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলেও, তখন পর্যন্ত নিথর হয়ে পড়েছিলেন মা-ছেলে


সম্পর্কিত নিউজ