পাকিস্তানের বেলুচিস্তানে স্কুল বাসে বোমা হামলায় পাঁচজন নিহত, আহত ৩৮

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার বিভাগে একটি স্কুল বাসে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ৩৮ জন আহত হয়েছেন। খুজদারের সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দস্তি এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার (২১ মে) সকালে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলের বাসে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ইয়াসির ইকবাল জানান, বাসটি আর্মি পাবলিক স্কুলের ছিল এবং শিশুদের আনার সময় এটি হামলার শিকার হয়।
পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে যে, 'ভারতের প্রক্সিরা' এতে জড়িত। তবে তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হামলার ‘কঠোর নিন্দা’ জানিয়ে ভারতকে দোষারোপ করেছেন। তবে ভারত পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
হামলায় নিহত পাঁচজনের মধ্যে তিনজন শিশু এবং বাকি দুজন প্রাপ্তবয়স্ক। হামলার তীব্রতা বেশি হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বেলুচিস্তানে সাধারণত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ ধরনের হামলা চালিয়ে থাকে। তবে আজকের হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পাকিস্তান দাবি করে যে, বেলুচ লিবারেশন আর্মিকে ভারত সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে। তবে নয়াদিল্লি সবসময় এই দাবি প্রত্যাখ্যান করে আসছে।
আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার ইসলামাবাদ থেকে জানিয়েছেন, আজকের স্কুল বাসে হামলার ঘটনাটিকে ‘পাকিস্তান বেশ গুরুত্বের’ সঙ্গে নিচ্ছে। তিনি বলেন, পাকিস্তান সাধারণত এসব হামলার জন্য বেলুচ লিবারেশন আর্মিকে দায়ী করে এবং তাদের অভিযোগ এই সশস্ত্র গোষ্ঠীকে ভারত মদদ দেয়। গত মার্চ মাসে বেলুচিস্তানে এই গোষ্ঠীর সদস্যরা একটি ট্রেন ছিনতাই করে ৩৩ জনকে হত্যা করেছিল।