হটাৎ বেঁকে গেছে রেললাইন, অল্পের জন্য রক্ষা পেলেন ১২০০ যাত্রী

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
টঙ্গী-জয়দেবপুরে ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের ১২০০ যাত্রী।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২টার পরে টঙ্গী-জয়দেবপুর রেল রুটের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে রেল চলাচল টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরের দিকে হঠাৎ রেললাইনের ১০ গজের মতো লাইন বেঁকে যায়। স্থানীয় লোকজন এটা দেখে রেলওয়ের লোকজনকে তাৎক্ষণিক খবর দেয়। দ্রুত রেলের লোক এসে রেললাইনের ওপর লাল পতাকার নিশান উড়িয়ে দেয়। দুপুর ২টা ১০ মিনিটের দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে থেমে যায়। এতে রক্ষা পায় ট্রেনের ড্রাইভার, টিটি সহ ১২০০ যাত্রীর প্রাণ।
বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. মোখলেসুর রহমান বলেন, ‘লাল পতাকা দেখে আমি ট্রেনটি হঠাৎ ব্রেক করে থামাই। এতে ট্রেনে থাকা ১২০০ যাত্রী রক্ষা পায়। তদন্তে সত্য ঘটনা বের হয়ে আসবে।