গুগল জেমিনি: এবার নতুন লুক ও ফিচারে হাজির!

গুগল জেমিনি: এবার নতুন লুক ও ফিচারে হাজির!
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গুগলের জনপ্রিয় এআই চ্যাটবট জেমিনি এবার নতুন ডিজাইনে হাজির হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যবহারকারীদের জন্য। ইতিমধ্যেই জেমিনির নতুন ডিজাইনের ওভারলে এবং হোমপেজ অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখা যাচ্ছে। ব্যবহারকারীরা ডিভাইসের পাওয়ার বাটন কিছুক্ষণ চেপে ধরলেই স্ক্রিনের নিচে জেমিনির ওভারলে দেখতে পাবেন।

এই রিডিজাইনের মাধ্যমে জেমিনির ওভারলে আগের তুলনায় ছোট এবং আরও ব্যবহারবান্ধব হয়েছে। নতুন ডিজাইনে একটি প্লাস (+) মেনু যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ক্যামেরা এবং গ্যালারি অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও, প্যানেলে রয়েছে 'আস্ক জেমিনি' ফিল্ড, যেখানে ট্যাপ করে টেক্সট ইনপুট দেওয়া যাবে। মাইক্রোফোন এবং জেমিনি লাইভ শর্টকাটও নতুন ডিজাইনে যুক্ত হয়েছে।

তবে নতুন ডিজাইনে কিছু পরিবর্তনও এসেছে। আগের মতো স্প্লিট-স্ক্রিন মাল্টিটাস্কিং হ্যান্ডেল আর পাওয়া যাবে না। এছাড়াও, প্যানেল থেকে সরাসরি জেমিনি অ্যাপ খোলার সুযোগ এখন আর নেই। গুগল অ্যাসিসট্যান্ট অ্যাপের মতো 'গুড মর্নিং', 'গুড আফটারনুন' বা 'গুড ইভিনিং' এর মতো অভিবাদন (গ্রিটিং) ফিচারও জেমিনিতে আর থাকছে না।

এই নতুন ডিজাইনের মাধ্যমে গুগল জেমিনিকে আরও সহজ এবং কার্যকরী করে তুলেছে, তবে কিছু পুরনো ফিচার বাদ দেওয়ায় ব্যবহারকারীদের অভিজ্ঞতায় কিছু পরিবর্তন আসতে পারে।


সম্পর্কিত নিউজ