যমুনা সেতুতে নতুন রেকর্ড
একদিনে টোল আদায় ৪ কোটি টাকা ছাড়াল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যমুনা সেতুতে একদিনে যানবাহন চলাচল এবং টোল আদায়ে নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি পারাপার করেছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।
শুক্রবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, টানা ছুটির কারণে যানবাহনের চাপ বেড়ে গেছে। এর ফলে টোল আদায়ে এ রেকর্ড সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ৪৩ হাজার ৩টি। এতে আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। একই সময়ে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ২৮০টি। এ থেকে আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।
এর আগে ২০২৩ সালের ২৮ জুন ঈদের সময় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু পারাপার করেছিল। সেসময় টোল আদায় হয়েছিল ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
এবারের ঈদযাত্রায়ও টানা কয়েকদিন ধরে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় রেকর্ড ভাঙার ধারা অব্যাহত রয়েছে। যানজট সামাল দিতে সেতুর পূর্ব ও পশ্চিম পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া, সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দুইটি রেকারের ব্যবস্থাও রাখা হয়েছে।
নিরবচ্ছিন্ন যাত্রা নিশ্চিতে সেতু কর্তৃপক্ষের এসব উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।