ঈদের সকালেই স্ত্রীকে জবাই করে হত্যা: পাটগ্রামে মাদ্রাসা শিক্ষক পলাতক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের মেম্বার পাড়া এলাকায় ঈদের সকালে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় এক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাসিবুল ইসলাম (২৪) তার স্ত্রী এমি বেগম (১৯)-কে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে সামাজিকভাবে হাসিবুল ও এমির বিয়ে হয় এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল, যার জেরে ছয় মাস আগে এমি বাবার বাড়িতে চলে আসেন। ঈদের দিন সকালে হাসিবুল স্ত্রীকে দেখতে এসে কথাকাটাকাটির একপর্যায়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায় এবং দ্রুত পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তের বাবা মোজাফফর হোসেন ও ভাইকে হেফাজতে নেয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান।
নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।