তৃপ্তির ‘জাতীয় ক্রাশ’ ট্যাগ নিয়ে পরমব্রতের সরস মন্তব্য

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বলিউডে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর অভিনেত্রী তৃপ্তি দিমরি এখন আলোচনার শীর্ষে। এই ছবির দারুণ সাফল্যের ফলে ভক্তরা তাকে ‘জাতীয় ক্রাশ’ উপাধি দিয়েছেন। তবে সম্প্রতি তৃপ্তি দিমরি সম্পর্কে মন্তব্য করেছেন তার ‘বুলবুল’ ছবির সহশিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, “তার এখনও বহুদূর যেতে হবে।”
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘স্ক্রিন’ সেগমেন্টে দেওয়া এক সাক্ষাৎকারে পরমব্রতকে তার নারী সহশিল্পীদের প্রতিভার ভিত্তিতে র্যাঙ্কিং করতে বলা হয়েছিল। এতে তিনি বিদ্যা বালানকে শীর্ষে রেখেছেন এবং তৃপ্তিকে দ্বিতীয় সারিতে স্থান দিয়েছেন।
এছাড়া তৃপ্তির ‘জাতীয় ক্রাশ’ উপাধি নিয়ে পরমব্রত বলেন, “জাতীয় ক্রাশ উপাধি ক্ষণস্থায়ী, কিন্তু প্রকৃত প্রতিভা স্থায়ী হয়। আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাই না। দুঃখিত। তাকে কী বলা হয়? ভাবি ২!”
বিদ্যা বালানের সঙ্গে তুলনা করে পরমব্রত আরও বলেন, “তৃপ্তি দিমরি খুব সুন্দর এবং চমৎকার মেয়ে। আমাদের মধ্যে সম্পর্কও ভালো। তবে তার এখনও অনেক দূর যেতে হবে। খুব অল্প বয়সে ইন্ডাস্ট্রিতে এসেছে, সামনে অনেক কিছু শেখার আছে। কিন্তু বিদ্যার কথা বলতে গেলে—তিনি যা-ই করুন না কেন, তার ক্লাস আলাদা।”
উল্লেখ্য, বিদ্যা বালানের সঙ্গে ‘কাহানি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন পরমব্রত। বক্স অফিসে এটি বেশ সফল হয়, বিশ্বব্যাপী আয় করেছিল ৭৯.২০ কোটি রুপি। এরপর আনুষ্কা শর্মার ‘পরী’ এবং তৃপ্তি দিমরির সঙ্গে ‘বুলবুল’ ছবিতে অভিনয় করেন তিনি। বর্তমানে তিনি সৃজিত মুখার্জির ‘সত্যি বলতে সত্যি কিছু নেই’ সিনেমার প্রচারণায় ব্যস্ত।
অন্যদিকে, আগামী বছর বিশাল ভরদ্বাজের অ্যাকশনধর্মী সিনেমা ‘অর্জুন উস্তারা’-তে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। এতে শহিদ কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন এই প্রতিভাবান অভিনেত্রী।