হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসুদের মোটরসাইকেল বহরে হামলা, আহত ১

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ উঠেছে। এতে মো. সাহেদ নামের একজন আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাতে চৌমুহনী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে এ ঘটনা ঘটে। এর আগে হান্নান মাসউদ নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই রাস্তার পাশে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা বহরের ওপর ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। আহত সাহেদ মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন।
এ বিষয়ে এনসিপি হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজা জানান, বহরে সাহেদ ছাড়াও ছিলেন হাসান ও সোহেল। রাজনৈতিক বিরোধের জের ধরেই এই হামলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা তাদের।
আব্দুল হান্নান মাসউদ বলেন, “আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।”
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “হামলার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।