ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার এলোপাতারি গুলি, ব্যবসায়ী আহত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সংঘর্ষের ঘটনায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার সূত্রপাত হয় ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটককে কেন্দ্র করে। এলাকাবাসীর হাতে আটক ওই নেতাকে ছাড়িয়ে নিতে এসে গুলি চালানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের এক সাবেক নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মামুন, যিনি পেশায় ব্যবসায়ী। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তি সাব্বির হোসেন খোকা, যিনি ভূলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। অভিযোগ রয়েছে, তাকে ছাড়িয়ে নিতে গিয়ে গুলি চালান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতার ভাতিজা জাহিদুল ইসলাম বাবু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির হোসেনকে আটক করে কিছু লোকজন বাদল হোসেন নামের এক যুবদল নেতার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে বাধা দেন ছাত্রদল নেতা বাবুর অনুসারীরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে বাবু বলেন, "আমি ঘটনার সময় বাসায় ছিলাম, গুলির খবর শুনেছি মাত্র।"
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।