নেত্রকোনায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫০

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার দিগদাইর গ্রামে পারিবারিক জমির সীমানা নিয়ে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (১১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিকুল ও তার চাচা আব্দুল হামিদের পরিবারের মধ্যে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয় যখন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও দলে দলে যোগ দেয়।
দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে কাজী আব্দুল হক, আব্দুল্লাহ, মোস্তাকিম, শুভ, খোকন, বাবুলসহ অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন স্থানীয় হাসপাতালে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে বিরোধ চলছিল। অপর পক্ষকে দোষারোপ করে উভয়পক্ষই ন্যায়বিচার দাবি করছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।