কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কালীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে বিষ্ণু চন্দ্র শীল (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিষ্ণু চন্দ্র শীল  লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার উত্তর বালাপাড়া গ্রামের বাসিন্দা সুকুমার শীলের ভাগিনা। সে চলতি বছর চাপারহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

স্বজনরা জানান, সেদিন রাতে প্রচণ্ড গরমের কারণে বাড়ির গেটের কাছে মোবাইল গেম খেলছিল বিষ্ণু ও তার মামাতো ভাই। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে অজান্তেই একটি বিষধর সাপ বিষ্ণুর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ছোবল দেয়। মোবাইলের আলোয় সাপটিকে চলে যেতে দেখলেও ততক্ষণে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে।

স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে কালীগঞ্জ উপজেলার  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, বিষ্ণু ছোটবেলা থেকেই মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো। তার মা বীনা রানী শীল প্রবাসে থাকেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মায়ের আগমনের আগ পর্যন্ত মরদেহ সংরক্ষণের জন্য ফ্রিজিং গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা  নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ