যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, একদিনে গ্রেপ্তার ৯৫৬ আতঙ্কে অবৈধ অভিবাসী

যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, একদিনে গ্রেপ্তার ৯৫৬  আতঙ্কে অবৈধ অভিবাসী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ক্ষমতায় প্রত্যাবর্তন করেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিন ধরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধড়পাকড় চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগের (আইসিই) নেতৃত্বে এ অভিযানে শুধু রোববারেই (২৬ জানুয়ারি) গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৯৫৬ জনকে।

দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে আইসিই। এর আগে শনিবার ২৮৬, শুক্রবার ৫৯৩ ও বৃহস্পতিবার ৫৩৮ জনকে গ্রেপ্তারর করা হয়। খবর এবিসি নিউজের।

মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের, শিকাগো,নিউআর্ক নিউজার্সির ও মায়ামিসহ বিভিন্ন শহরে পরিচালিত এসব অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক কেন্দ্রীয় সংস্থা অংশ নেয়। এই অভিযান আরও কয়েক দিন চলবে বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্কের মেয়র রাস বারাকা বলেন, একটি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে আইসিই-এর অভিযানে কোনো পরোয়ানা ছাড়াই অভিবাসী এবং এক সাবেক সেনাকে আটক করা হয়েছে। নিউ ইয়র্কের বাসিন্দাদের এমনভাবে আতঙ্কিত হতে দেওয়া হবে না।
তবে, এই অভিযানের সময় বৈধ নাগরিকসহ অন্যরাও ভুলবশত আটক হতে পারেন বলে আশঙ্কা করছেন অভিবাসন অধিকারকর্মীরা।


সম্পর্কিত নিউজ