কমলাপুর-বিমানবন্দর থেকে ট্রেনের যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছেন বিআরটিসির বাস

কমলাপুর-বিমানবন্দর থেকে ট্রেনের যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছেন বিআরটিসির বাস
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বিআরটিসির বাস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে কমলাপুর থেকে যাত্রী নিয়ে ছেড়েছে ১০টি বাস। কমলাপুর রেলস্টেশন এলাকায় এসে দেখা যায়, হ্যান্ড মাইকে ডেকে বিআরটিসির বাসে যাত্রী তোলা হচ্ছে। তবে প্রথম অবস্থায় অনেকে না জেনে পার্শ্ববর্তী অন্য বাসের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন।
যাত্রীরা বলছেন, রেলওয়ে বিআরটিসির ব্যবস্থাপনায় বাসের ব্যবস্থা করলেও সেগুলো দেরিতে ছাড়ছে। সকাল থেকে অপেক্ষায় থাকা যাত্রীরা বেশ কয়েক ঘণ্টা অপেক্ষার পর বাসে উঠতে পারছেন। এজন্য সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন তারা।

রাজশাহীর যাত্রী আলমগীর বলেন, আমি জানতাম না বিআরটিসির বাসের ব্যবস্থা করা হয়েছে। অপেক্ষা করে বাইরে থেকে অন্য পরিবহনের টিকিট কেটেছি। অনলাইনে টিকিট কাটায় টিকিটের টাকা ফেরত পেতে হয়তো দেরি হবে।

কতগুলো বাস আছে এমন প্রশ্নের জবাবে বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে যাত্রীদের ভোগান্তি লাঘবে সরকারের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের নির্দেশে বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে কতগুলো বাসের প্রয়োজন সে সম্পর্কে কিছু বলা হয়নি। যাত্রী চাহিদার ওপর নির্ভর করে বাস সরবরাহের চেষ্টা করা হবে।

এদিকে যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ছে। মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধের পর সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে এসে এসব কথা বলেন ।


সম্পর্কিত নিউজ