চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চুয়াডাঙ্গা শহরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের অংশসহ জেলা ছাত্রদলের এক নেতা গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে গুলশানপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নাজমুল আরেফিন কিরণ (৩৪) নামের ওই নেতাকে আটক করা হয়। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মৃত জিন্নাত আলীর ছেলে।
সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে যৌথ অভিযানে নাজমুলের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর ও আশপাশের স্থান থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বডি, ১৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক তদন্ত শেষে সেনাবাহিনী তাকে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, "আটক নাজমুলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তাকে আদালতে পাঠানো হবে।"
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিম মালিথা বলেন, "নাজমুলের গ্রেফতারের বিষয়টি শুনেছি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।