শিক্ষার্থী ও শ্রমিক দ্বন্দ্বে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ রুটে বাস চলাচল বন্ধ

শিক্ষার্থী ও শ্রমিক দ্বন্দ্বে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ রুটে বাস চলাচল বন্ধ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিএম কলেজ শিক্ষার্থীদের সঙ্গে হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে কর্মবিরতির ডাক দিয়েছে বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। এতে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ রুটের বাস চলাচল বন্ধ । চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতি শুরু হয় রূপাতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিক।
ধর্মঘট শুরু হওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রুটগুলো হলো, বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালী, আমতলী ও কুয়াকাটা। এসব রুটের ৮টি মালিক সমিতি শ্রমিকদের ধর্মঘটের আহ্বানকে সমর্থন করেছে বলে জানিয়েছে বরিশালের শ্রমিক নেতারা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে শ্রমিকেরা এ ধর্মঘটের ঘোষণা দেন ।

শ্রমিকরা বলেন, মঙ্গলবার বিকেলে হাফ ভাড়া নিয়ে ছাত্ররা বিরোধ বাজিয়ে তাদের রূপাতলীর শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় ও কয়েকটি বাস ভাঙচুর করেছে। শ্রমিকদের বিভিন্ন সময়েই লাঞ্ছিতের অভিযোগ তুলে যান-মালের নিরাপত্তা চেয়ে তারা আন্দোলনে নেমেছেন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন।


সম্পর্কিত নিউজ