ট্রাম্পের শুল্ক নীতিতে বিপাকে মাল্টিন্যাশনাল ডেলিভারি জায়ান্ট

ট্রাম্পের শুল্ক নীতিতে বিপাকে মাল্টিন্যাশনাল ডেলিভারি জায়ান্ট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মার্কিন ডেলিভারি জায়ান্ট ফেডএক্স-এর শেয়ার মূল্য মঙ্গলবারে প্রায় ৫ শতাংশের বেশি পড়ে যায়। প্রতিষ্ঠানটি সামনের ত্রৈমাসিকে বিনিয়োগকারীদের লোভনীয় মুনাফা অর্জনের নিশ্চয়তা দেওয়ার পরই এই ধস নেমে আসে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক “চীন থেকে কমদামি পণ্যের শুল্কমুক্ত আমদানির সুবিধা বাতিল” তাদের ব্যবসার সবচেয়ে বড় ধাক্কা হিসেবে কাজ করেছে। প্রতিষ্ঠানটি আগে অনলাইন রিটেইলার যেমন তেইমু (Teimu) ও শিইন (Shein)-এরপ্যাকেজ সরবরাহ করতো। যার ফলে উভয় পক্ষ বিশাল অঙ্কের মুনাফা অর্জন করতো।

এক ওয়েবকাস্টে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাজ সুব্রামানিয়াম বলেন, বৈশ্বিক চাহিদার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এবং অস্থির। এই কারণে এখন পুরো বছরের জন্য কোনো আয় বা রাজস্ব পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। বিশেষ করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিমালা নিয়ে অনিশ্চয়তাই এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। 

ফেডএক্স চীনের সঙ্গে বাণিজ্যে অনেক বেশি নির্ভরশীল, যা ইউপিএস (UPS)-এর তুলনায় তাদের জন্য একটি বড় ঝুঁকি। যদিও ইউপিএস-এর শেয়ার তুলনামূলকভাবে কম, মাত্র ১ শতাংশ কমেছে। বিশ্লেষকরা ফেডএক্স ও ইউপিএস, দুই প্রতিষ্ঠানের পারফরম্যান্স ঘনিষ্ঠভাবে এবং তুলনামূলকভাবে পর্যবেক্ষণ করে থাকেন। কারণ বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে কাজ করায় এই দুই প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রবণতার সূচক হিসেবে বিবেচিত হয়। 

তবে হতাশাজনক পূর্বাভাস থাকলেও, সদ্যসমাপ্ত ত্রৈমাসিকে ফেডএক্সের আয় ও লাভ উভয়ই পূর্বাভাস ছাড়িয়ে গেছে। প্রতিষ্ঠানটি ব্যয় সংকোচনসহ কিছু কৌশলগত পদক্ষেপের কারণে ভালো ফলাফল অর্জন করতে পেরেছে বলে জানায়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ