ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার নিকটবর্তী কাফর মালিক শহরে ইসরায়েলি দখলদার বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শতাধিক সশস্ত্র বসতি স্থাপনকারী শহরটিতে হামলা চালায়। তারা বহু বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সামরিক বাহিনী হামলাকারীদের রক্ষা করছিল এবং ফিলিস্তিনিদের দিকেই গুলি চালিয়েছিলো।
এদিকে, পশ্চিম তীরের আলামুন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর এক অভিযানে নিহত হয়েছে ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর রায়ান হুশির। গলায় গুলিবিদ্ধ হয়ে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

গত ২০ মাস ধরে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই সময়ের মধ্যে প্রায় ১,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্যমতে, ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের এই সহিংসতা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরণের হামলা ফিলিস্তিনি জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। দখলদারিত্ব, সামরিক অভিযান এবং দমননীতির কারণে পশ্চিম তীরের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে।


সম্পর্কিত নিউজ