গাজায় ইসরায়েলি হামলায় ১২০০ শিশু নিহতঃ জাতিসংঘ তদন্ত প্রতিবেদন

গাজায় ইসরায়েলি হামলায় ১২০০ শিশু নিহতঃ জাতিসংঘ তদন্ত প্রতিবেদন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গত ২০ বছর ধরে জাতিসংঘ শিশুদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধকালীন সহিংসতা নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে। চলতি বছরের প্রতিবেদনটি পূর্ববর্তী সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এই প্রতিবেদন অনুসারে, বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে ৪০,০০০ এর বেশি "ভয়াবহ সহিংসতা" ঘটেছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।

বিশেষভাবে গাজায় শিশুদের উপর সহিংসতা এবার নজর কেড়েছে। জাতিসংঘ নিশ্চিত করেছে যে, গত এক বছরে গাজায় অন্তত ১,২০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এছাড়া আরও ৪,০০০ শিশুর বিষয়ে তদন্ত চলছে। শিশুদের জীবন রক্ষা, খাদ্য, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার ন্যূনতম নীতিমালাও এখানে ভেঙে পড়েছে।

এই প্রতিবেদনে শিশুদের হত্যা ও আহত করার পাশাপাশি মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। স্কুল ও হাসপাতাল ধ্বংস, অপহরণ, যৌন সহিংসতা, মানব ঢাল হিসেবে শিশুদের ব্যবহার, এসবকিছুই শিশুদের মানবাধিকারের চরম লঙ্ঘন।

বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে এবার টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘ শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই চেষ্টা করে আসছিল যেন তাদের নাম তালিকাভুক্ত না হয়। কিন্তু গাজার শিশুদের বিপর্যয়কর পরিস্থিতি আন্তর্জাতিক মহলের চোখ এড়ায়নি।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় বর্তমানে প্রতিদিন গড়ে ১৩০ জন নারী সন্তান প্রসব করছেন। কিন্তু ৮০ শতাংশ প্রসূতি ও নবজাতক সেবাকেন্দ্র পর্যাপ্ত অর্থ ও সহায়তার অভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) একে “জীবন ও মৃত্যুর প্রশ্ন” হিসেবে চিহ্নিত করেছে।

যদিও প্রতিবেদন প্রকাশের পরই সরাসরি কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে এটি ভবিষ্যতের আন্তর্জাতিক আদালতে মামলা বা নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে।


সম্পর্কিত নিউজ