আগামী ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার গঠনের আশাবাদ, বিএনপি সরকার গঠন করবে: রুমিন ফারহানা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে একটি প্রকৃত নির্বাচিত সরকার গঠিত হবে এবং সেই সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “গত ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপির হাজারো নেতাকর্মী মিথ্যা মামলা ও দমন-পীড়নের শিকার হয়েছে। এমনকি প্রয়াত স্বজনের জানাজায়ও প্যারোলে অংশ নিতে হয়েছে ডান্ডাবেড়ি পরা অবস্থায়।”
তিনি আরও বলেন, “এখনো দেশবাসী স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। তবে আগামী জাতীয় নির্বাচন হবে জনগণের ভোটে। ইনশাআল্লাহ বিএনপি সেই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।”
তিনি সরাইল-আশুগঞ্জ আসনের জন্য প্রতিশ্রুতি দেন, “ভোটে জয়ী হয়ে সরাইল ও আশুগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং তরুণদের জন্য আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করবো।”
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন তরুণ দলের সভাপতি আজিম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি এ.বি.এম মমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।