ঢাবির হলে ধূমপান করলে জরিমানা, মাদক সেবনে সরাসরি বহিষ্কার

ঢাবির হলে ধূমপান করলে জরিমানা, মাদক সেবনে সরাসরি বহিষ্কার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল কর্তৃপক্ষ হলে শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে নতুন নিয়ম চালু করেছে। হল প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক (সুপণ) ঘোষণা দিয়েছেন, প্রকাশ্যে ধূমপান করলে ২০০ টাকা জরিমানা এবং মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের পর হল মসজিদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই ঘোষণা দেন। তার এ বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সমর্থন দেখা গেছে।

ড. মাহফুজুল হক বলেন, হল হচ্ছে শিক্ষার একটি প্রধান জায়গা। এখানে ধূমপান কিংবা মাদকসেবন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, তোমরা একাত্তর দেখোনি, কিন্তু ৯০-এর অভ্যুত্থানে আমরা যারা অংশ নিয়েছি, জানি এই সময় কতটা মূল্যবান। আমাদের মতো নতুন প্রজন্মকেও সেই ঐতিহ্য রক্ষা করতে হবে।

এছাড়া তিনি শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, তোমরা হলের ভেতরে কোনো মব তৈরি করোনি, বরং অতীতে যেমন সাইকেল চোরকে ধরিয়ে দিয়েছিলে, তেমনি আজকেও তোমাদের সহযোগিতায় আমরা নতুন পদক্ষেপ নিতে পারছি।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, প্রাধ্যক্ষ স্যারের এই সিদ্ধান্ত অবশ্যই আমাদের হলে আরও সুন্দর ও নিরাপদ পরিবেশ গঠনে সহায়ক হবে। আমরা তাকে সাধুবাদ জানাই।

এই পদক্ষেপের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও নিয়মতান্ত্রিক আবাসন পরিবেশ নিশ্চিতের দিকে এগিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত নিউজ