শান্তিপূর্ণ আন্দোলনে গুলি, নিহত একাধিক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অনুমোদন দেওয়ায় দেশজুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। তিনি স্পষ্টভাবে পুলিশকে নির্দেশ দিয়েছেন, "যদি কেউ থানায় হামলা করতে আসে, গুলি চালাও।" তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং দেশের নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
গত বুধবার রাজধানী নাইরোবিসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ছোঁড়ে, কয়েকটি থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। পুলিশের পাল্টা গুলিতে বেশ কয়েকজন নিহত হন ও অনেকেই আহত হন, যার মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি করছেন। তারা বলেন, সরকার তাদের কথা শুনছে না এবং কর বৃদ্ধির প্রস্তাবসহ নানা নিপীড়নমূলক সিদ্ধান্ত নিচ্ছে। এছাড়া দুর্নীতি, কর্মসংস্থান সংকট ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে জনগণ রাজপথে নেমেছে।
সাধারণ নাগরিকদের মতে, শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংসতায় রূপান্তরিত করতে সরকার ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তা নিচ্ছে। মানবাধিকার কর্মীরা জানান, সরকার প্রতিবাদ দমন করতে জনগণের সাংবিধানিক অধিকারকেই এখন অপরাধ হিসেবে উপস্থাপন করছে।
বর্তমানে নাইরোবিতে পরিস্থিতি শান্ত থাকলেও জনগণের মধ্যে অসন্তোষ রয়ে গেছে। তারা বলছেন, “আমরা স্রেফ চাই, সরকার তার কাজ করুক – জনগণের সেবা করুক। জনগণের উপর গুলি চালানো সরকারের কাজ নয়।”