কানাডার ওপর ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক আরোপের ঘোষণা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি কানাডা কর্তৃক আরোপিত ডিজিটাল সার্ভিসেস ট্যাক্সকে সরাসরি হামলা আখ্যা দিয়ে এই সিদ্ধান্ত নেন ট্রাম্প।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কানাডা যে কর আরোপ করেছে তা মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর অযৌক্তিক চাপ তৈরি করেছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করেছে।
জানা গেছে, সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে দুই দেশের প্রধানদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৩০ দিনের মধ্যে নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুতে সমঝোতার অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু আলোচনা চলাকালীন কানাডার প্রধানমন্ত্রী এই কর আরোপের ঘোষণা দেন, যা ট্রাম্পের মতে ‘চুক্তি ভঙ্গ’।
ট্রাম্প জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে কানাডার পণ্যের ওপর একতরফা শুল্ক আরোপ করা হবে। তবে শুল্কের হার এখনও নির্ধারিত হয়নি। অতীতে এ ধরনের শুল্ক হার ২৫ শতাংশ পর্যন্ত নির্ধারিত হয়েছিল।
একইসঙ্গে মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রেসিডেন্টদের নির্বাহী আদেশে দেশের বিচারকদের হস্তক্ষেপ সীমিত করার বিষয়টিকে ট্রাম্প "বিশাল বিজয়" হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ রায়ের ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব বাতিলের বিষয়টি আবারও সামনে আনা হবে। তবে, আদালত এখনো জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত কোনো রায় দেয়নি। বিষয়টি আগামী অক্টোবর মাসে আবারো আলোচনায় আসবে বলে জানানো হয়েছে।