নির্বাচনসংক্রান্ত আইন পর্যালোচনাসহ ১১ বিষয় নিয়ে বসতে যাচ্ছে ইসি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণসহ নির্বাচন সংক্রান্ত বেশ কয়েকটি আইন পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। এসব আইন পর্যালোচনাসহ মোট ১১টি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে কমিশন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বর্তমান নির্বাচন কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে হবে এ সভা। সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় অন্য চার নির্বাচন কমিশনার সহ ইসির কর্মকর্তা উপস্থিত থাকবেন।
ইসির কর্মকর্তারা জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৩০টি আসনে ব্যাপক ভাবে রদবদল এনেছিল বিগত এ টি এম শামসুল হুদা কমিশন। এরপর এ টি এম শামসুল হুদার আমলে আসন অবিকল বহাল রেখে টুকটাক কিছু আসন বিন্যাস করে দায়িত্ব শেষ করে গেছে। বিতর্কিত নির্বাচন আয়োজনকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল কমিশন। নতুন কমিশন গঠনের পর ২০০৮ সালের আগের সীমানা ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও রাজনৈতিক দল।
বৃহস্পতিবারের সভায় নির্বাচন কমিশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, সেগুলো হলো-
১। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ পর্যালোচনা।
২। বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত বা পদ্ধতি বা সীমাবদ্ধতা পর্যালোচনা।
৩। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৩ এবং গাইডলাইনস ফর ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার অ্যান্ড ফরেন মিডিয়া পর্যালোচনা।
৪। নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা পর্যালোচনা।
৫। ডিআরএস সম্পর্কিত বিষয়াদি পর্যালোচনা।
৬। ব্ল্যাঙ্ক কার্ড সরবরাহ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা।
৭। প্রস্তাবিত জাতীয় নির্বাচনী পদক নীতিমালা, ২০২৫ এর ওপর আলোচনা।
৮। আইডিইএ দ্বিতীয় পর্যায় প্রকল্পের মেয়াদ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা।
৯। নির্বাচন কমিশনে বিদ্যমান প্যানেল আইনজীবী তালিকা হালনাগাদকরণ বিষয়ে আলোচনা এবং বিদ্যমান সম্মানী/ফি কাঠামো পর্যালোচনা।
১০। নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ ভাতার হার নির্ধারণ এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক নির্বাচন বিষয়ে পর্যালোচনা।
১১। বিবিধ।