বৈশ্বিক তাপমাত্রায় রেকর্ডঃ ১৯৪৭ পরবর্তী দ্রুততম গ্রীষ্ম ইউরোপে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বৃহস্পতিবার জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বাজেটে ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। এটি এমন এক সময়ের সিদ্ধান্ত, যখন বিশ্বের একাধিক অঞ্চল চরম আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এবারের গ্রীষ্ম হবে ইতিহাসে সর্বোচ্চ উষ্ণতম, যা জলবায়ু সংকটের তীব্রতাকে আরও স্পষ্ট করছে।
ফ্রান্সসহ ইউরোপজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ১৯৪৭ সালের পর এত আগে গ্রীষ্মের শুরু ইউরোপে দেখা যায়নি। ২০২২, ২০০৫ ও ২০১৭ সালে ১৮ জুনে গ্রীষ্ম শুরু হয়, আর এবারের তাপপ্রবাহ ২১ শতকে চতুর্থ দ্রুততম বলে রেকর্ডে এসেছে।
তাপপ্রবাহের পাশাপাশি দেখা দিচ্ছে দাবানল। ভূমধ্যসাগরীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পর্যটক গন্তব্য পরিবর্তন করছেন কিংবা ভ্রমণ বাতিল করছেন অতিরিক্ত গরমের কারণে।
এদিকে, দক্ষিণ এশিয়ায় বর্ষা আগেই শুরু হয়ে ভয়াবহ রূপ নিয়েছে। পাকিস্তানে প্রাতঃরাশে নদীর ধারে বসা ১৩ জন আকস্মিক বন্যায় ভেসে গেছেন। ভারতের উত্তরাঞ্চলেও মেঘভাঙা বৃষ্টিতে অন্তত তিনজন নিহত এবং দুইজন নিখোঁজ রয়েছেন।
এই সব পরিস্থিতি বারবার মনে করিয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের হুমকি নয়, এটি এখনকার বাস্তবতা। তবুও সরকার ও করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ধীরগতি দেখাচ্ছে।
জাতিসংঘের বাজেট বৃদ্ধি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও, জলবায়ু সংকট মোকাবিলায় এটি যথেষ্ট নয় বলেই মনে করছেন পরিবেশবাদীরা। অর্থ বরাদ্দের পাশাপাশি জরুরি ভিত্তিতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে আন্তর্জাতিক মহলে।