প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে রাজপথে হাজারো মানুষ, গ্রেফতার অর্ধ-শতাধিক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ-শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের পদত্যাগ ও আগাম নির্বাচন আহ্বানের দাবিতে আন্দোলনে নামে।
শনিবার সন্ধ্যায় বেলগ্রেডের কেন্দ্রীয় চত্বরে হাজার হাজার মানুষ জড়ো হয়। রাত ৯টার মধ্যে প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট ভুসিচ গণতন্ত্র ধ্বংস করছেন, স্বাধীন গণমাধ্যমে হস্তক্ষেপ করছেন এবং সংগঠিত অপরাধচক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। যদিও এসব অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
একজন ছাত্রনেতা বলেন, “আমরা শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের সার্বিয়ার জন্য লড়ছি। এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয়, বরং দীর্ঘস্থায়ী এক সংগ্রাম।”
অন্যদিকে, সরকারপন্থীরা পাল্টা সমাবেশ করেছে। প্রেসিডেন্ট ভুসিচ দাবি করেছেন, ছাত্রদের নেতৃত্বে হওয়া এই আন্দোলন বিদেশি ষড়যন্ত্রের অংশ, যা তাকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত।
বর্তমান পরিস্থিতিতে দেশটিতে সাধারণ নির্বাচন নির্ধারিত রয়েছে ২০২৭ সালে। প্রেসিডেন্টের দল পার্লামেন্টে সুদৃঢ় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় রয়েছে। ফলে আন্দোলনের প্রেক্ষাপটে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, সার্বিয়ার রাজনীতিতে এই সংঘর্ষ নতুন করে উত্তেজনা তৈরি করেছে এবং সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে।