ঢাবির নারী শিক্ষার্থীদের হল সমস্যা সমাধানে স্মারকলিপি প্রদান

ঢাবির নারী শিক্ষার্থীদের হল সমস্যা সমাধানে স্মারকলিপি প্রদান
  • Author, নুসরাত জাহান আঁখি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আবাসিক হল নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে তাদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য বেশ কিছু দাবিসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে স্মারকলিপি জমা করেন।

আজ রবিবার (২৯ জুন) সকালে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (অ্যাক্ট) সংগঠনের কর্মীরা এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীরা হলে প্রতিনিয়ত নানা সমস্যা ও সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন, যা তাদের সুশিক্ষা অর্জনের পথে বাধা সৃষ্টি করছে। একটি নিরাপদ, স্বাস্থ্যকর, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।

অ্যাক্টের প্রতিনিধিরা স্মারকলিপিতে কয়েকটি জরুরি দাবি তুলে ধরেছেন, যা দ্রুত সমাধান হলে নারী শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও স্বস্তিদায়ক হবে:

১. মাতা বা বোনকে জরুরি প্রয়োজনে সাময়িক অবস্থানের সুযোগ: হলে অবস্থানরত নারী শিক্ষার্থীর মা কিংবা বোনকে জরুরি প্রয়োজনে হলে সাময়িক অবস্থানের সুযোগ দিতে হবে।
২. অনাবাসিক শিক্ষার্থীদের সাময়িক অবস্থান: অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে (যেমন: পরীক্ষা, অসুস্থতা) নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে হলে সাময়িক অবস্থানের সুযোগ দিতে হবে।
৩. কার্ড চেকের মাধ্যমে হলগুলোতে প্রবেশের অনুমতি: নারী শিক্ষার্থীদের নির্দিষ্ট কার্ড চেকের মাধ্যমে মেয়েদের প্রত্যেক হলে প্রবেশের অনুমতি দিতে হবে।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং অ্যাক্টের প্রতিনিধি নাফিসা ইসলাম সাকাফি বলেন, "নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে মা-বোনকে এবং অনাবাসিক শিক্ষার্থীদের হলে সাময়িক অবস্থানের সুযোগ ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য নিয়ম শিথিল করার দাবি জানানো হয়েছে।" তিনি আরও জানান, উপাচার্য এবং প্রক্টর উভয়েই কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।


সম্পর্কিত নিউজ