ফকিরাপুলে গুলি বর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার, উদ্ধার তিনটি বিদেশী পিস্তল ও ১৫১ রাউন্ড গুলি

ফকিরাপুলে গুলি বর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার, উদ্ধার তিনটি বিদেশী পিস্তল ও ১৫১ রাউন্ড গুলি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানীর ফকিরাপুল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর গুলি চালানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ডিবি। তার হেফাজত থেকে তিনটি বিদেশী পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিনসহ মোট ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিবি-লালবাগ বিভাগের তথ্যমতে, শনিবার (২৮ জুন ২০২৫) রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক এবং তার দুই সহযোগী—আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসানকে গ্রেফতার করা হয়।

এ সময় বাপ্পির শরীর তল্লাশি করে একটি পিস্তল ও দুটি ম্যাগাজিনে ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে আরও দুটি বিদেশী পিস্তল, চারটি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৪৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এর আগে গত ১৮ জুন ফকিরাপুল এলাকা থেকে ইয়াবাসহ আব্দুর রহমান নামের একজনকে আটক করে ডিবি। তার স্বীকারোক্তি মতে ১৯ জুন রাতে মাদক চক্রের সদস্যদের ধরতে গিয়ে পুলিশের ওপর গুলি চালানো হয়। এতে ডিবির তিন সদস্য আহত হন। ওই রাতেই ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার ও ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকেই মূল হোতা বাপ্পির অবস্থান শনাক্তে ডিবি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করে। সর্বশেষ যশোর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট চক্র নির্মূলে অভিযান অব্যাহত থাকবে


সম্পর্কিত নিউজ