রাজধানীর যাত্রাবাড়ীতে মাদককারবারি গ্রেপ্তারঃ তিন হাজার ইয়াবা জব্দ

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদককারবারি গ্রেপ্তারঃ তিন হাজার ইয়াবা জব্দ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আনুমানিক ৩,০০০ পিস ইয়াবাসহ নূর জোহা (৪০) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজারের টেকনাফের বাসিন্দা জোহাকে রবিবার রাতে একটি অভিযানে আটক করা হয়।

গতকাল (রবিবার, ২৯ জুন) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ হুজুরবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং জোহাকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখা (ডিবি) গুলশান বিভাগের একটি দল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সায়েদাবাদ হুজুরবাড়ি গেটের কাছে আরকে কলেজ এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে ডিবি দল অভিযান চালায়।

রাত ৯টা ৫ মিনিটের দিকে সায়েদাবাদ হুজুরবাড়ি গেট সংলগ্ন আরকে কলেজের সামনে লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে থেকে নূর জোহাকে ৩,০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নূর জোহা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


সম্পর্কিত নিউজ