বায়ুদূষণ রোধে মেয়াদোত্তীর্ণ গাড়ি সরিয়ে নেওয়ার পরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা

বায়ুদূষণ রোধে মেয়াদোত্তীর্ণ  গাড়ি সরিয়ে নেওয়ার পরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় সমন্বিতভাবে কাজ করা হবে।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে চীনা বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, “শুধু পরিকল্পনা নয়, কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। বিভিন্ন সংস্থার সঙ্গে একযোগে কাজ করে এই দূষণ রোধ করা হবে।”

উপদেষ্টা আরও জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ভাঙাচোরা সড়ক মেরামতের কাজ আগামী অক্টোবরের আগেই শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে উৎসাহিত করতে নতুন ২৫০টি পরিবহন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা চাই আগামী প্রজন্ম যেন একটি স্বাস্থ্যকর পরিবেশে বড় হয়। এজন্য বায়ুদূষণ এখন সবচেয়ে গুরুত্ব দিয়ে মোকাবিলা করতে হবে।


সম্পর্কিত নিউজ