৫ দিনে ৫০ কোটি টাকা ঋণ অনুমোদন: ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মাত্র পাঁচ দিনের মধ্যে প্রতারণার আশ্রয় নিয়ে ঋণ অনুমোদন করিয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের (বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক) খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৯ জুন) দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাগুলো দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, চট্টগ্রামের সাদ মুসা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের অনুকূলে মাত্র পাঁচ দিনের মধ্যে দুটি ঋণ অনুমোদন দেওয়া হয়েছিল, যা ছিল একটি সুপরিকল্পিত প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ।
মামলার আসামিরা হলেন- সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মোহসিন (৬৫) এবং তার স্ত্রী মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান শামীমা নারগিস চৌধুরী (৬০)। গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী (৬৫), সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (৫৯) এবং সাবেক পরিচালক বেলাল আহমেদ (৪০)।
সাবেক পরিচালকদের দীর্ঘ তালিকার মধ্যে আরো রয়েছেন: গোলাম মোহাম্মদ (৭০), ড. মোহাম্মদ ফারুক (৭১), আরিফ আহমেদ (৪৩), ওসমান গনি (৫৮), মিসেস মায়মুনা খানম (৩৪), মিসেস সরোয়ার জাহান মালেক (৬২), মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল (৩৮), মিসেস শাহানা ফেরদৌস (৪৯), সাজেদা নুর বেগম (৫৮), বোরহানুল হাসান চৌধুরী (৩৭), সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ কুতুবউদ্দৌলা (৭৬) এবং সাবেক স্বতন্ত্র পরিচালক এস এ এম সলিমউল্লাহ (৭৫)।
ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তা: গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার (৭১), সাবেক এসভিপি ও হেড অব ক্রেডিট মোহাম্মদ মাহমুদ আলম (৫৪), ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মশিউর রহমান জাহেদ (৬৮), এসএভিপি ও ম্যানেজার মো. শামসুল আলম (৫২), এসপিও ও ম্যানেজার অপারেশন মুন্নশ্রী চক্রবর্তী (৪৯), প্রিন্সিপাল অফিসার মো. হাসান আলী (৪৫), জুনিয়র অফিসার রিফাত ইফতেখারুল আলম (৩৯), মো. মিজানুর রহমান (৩৯) এবং নিগার সুলতানা (৩৯)।
তন্মধ্যে আসামি বেলাল আহমেদ হলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের মেয়ে জামাই। ওসমান গনি হলেন সাইফুল আলম মাসুদের ভাই। মোস্তান বিল্লাহ আদিল হলেন সাইফুল আলম মাসুদের ভাগিনা এবং বোরহানুল হাসান চৌধুরী হলেন চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ভাই।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।