বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন পরিচালক জ্যাঁ পেসমের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন পরিচালক জ্যাঁ পেসমের দায়িত্ব গ্রহণ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের নতুন বিভাগীয় পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যাঁ পেসমে। আজ সোমবার (৩০ জুন) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একজন ফরাসি নাগরিক এবং প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত পেসমে ২০০৩ সালে একজন সিনিয়র অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাংকে যোগ দেন। এরপর থেকে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাত বিষয়ক শাখা, আইএফসিসহ বিভিন্ন নেতৃত্ব পদে কাজ করেছেন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আর্থিক খাতের সমস্যা নিয়ে কাজ করার ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এই পদে যোগদানের আগে পেসমে গ্লোবাল ডিরেক্টর, ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ভূমিকায় তিনি শক্তিশালী, স্থিতিশীল, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের প্রচেষ্টার নেতৃত্ব দেন। এছাড়াও তিনি বিশ্বব্যাংকের ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি গ্লোবাল টিমেরও নেতৃত্ব দিয়েছেন, যা দেশগুলোকে শক্তিশালী ও স্থিতিশীল আর্থিক ব্যবস্থা তৈরি এবং পুনরুদ্ধারে সহায়তা করেছে।

বাংলাদেশ প্রসঙ্গে পেসমে বলেন, "বাংলাদেশের বিশ্বকে জানানোর মতো এক অনন্য উন্নয়ন অভিজ্ঞতা আছে। এটি এমন একটি দেশ, যা বারবার তার উন্নয়ন উদ্ভাবন, সংকল্প এবং কঠিন অর্থনৈতিক ও উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলায় স্থিতিস্থাপকতা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে।" তিনি আরও বলেন, "আমি বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ, যাতে দেশটি শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারে।"

তিনি জোর দিয়ে বলেছেন যে, বিশ্বব্যাংক গ্রুপ তার বেসরকারি খাত শাখা, আইএফসি এবং এমআইজিএ-র সম্মিলিত শক্তিকে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে বেসরকারি খাতের বৃদ্ধি ও বিনিয়োগ গতিশীল হয়।

উল্লেখ্য, এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে অনুদান, সুদ-মুক্ত এবং রেয়াতি ঋণ হিসেবে ৪৬ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। বর্তমানে ১৫.৪ বিলিয়ন ডলারের চলমান প্রতিশ্রুতির সঙ্গে বাংলাদেশের বিশ্বব্যাংকের বৃহত্তম আইডিএ (আন্তর্জাতিক উন্নয়ন সমিতি) কর্মসূচি রয়েছে।


সম্পর্কিত নিউজ