পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে বিগত সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে: তারেক রহমান

পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে বিগত সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে: তারেক রহমান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে বিগত আওয়ালমী লীগ সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছে করে ধ্বংস করেছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ, যশোর ও নড়াইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন দরকার ৩১ দফা জনগণের জন্য তৈরি। জনগণের পক্ষ থেকে আসা প্রশ্ন নিয়েই ৩১ দফা প্রস্তুত করা হয়েছে। যেহেতু জনগণের বাকস্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি। সেই জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি। দেশের সকল সংকটকালে বিএনপি পাশে এসে দাঁড়িয়েছে। মানুষও বিএনপির প্রতি আস্থা রেখেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন।

যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।


সম্পর্কিত নিউজ